সর্বপ্রথম অভিশপ্ত কে?

আল্লাহ তাআলা ইরশাদ করেন- لَّعَنَهُ اللهُ وَ قَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا. যার প্রতি আল্লাহ লানত করেছেন। আর সে (আল্লাহকে) বলেছিল, আমি তোমার বান্দাদের মধ্য হতে নির্ধারিত এক অংশকে নিয়ে নেব। -সূরা নিসা (৪) : ১১৮ অন্যত্র ইরশাদ হয়েছে- وَّ اِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ. কিয়ামতকাল পর্যন্ত তোমার উপর অভিশাপ পড়তে থাকবে। -সূরা […]

বিস্তারিত

গোপনে কুফরি আকীদা পোষণকারীর প্রতি হুঁশিয়ারি

আল্লাহ তাআলা ইরশাদ করেন- وَّ یُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَ الْمُنٰفِقٰتِ وَ الْمُشْرِكِیْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَ لَعَنَهُمْ وَ اَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ وَ سَآءَتْ مَصِیْرًا যেন সেই মুনাফেক পুরুষ ও মুনাফেক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দান করেন, যারা আল্লাহ সম্পর্কে […]

বিস্তারিত

যেভাবে ছোট ছোট গুনাহ মাফ হবে!

আল্লাহ তাআলা বলেন,ان تَجْتَنِبُوا كَبَابِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيَأْتِكُمْ وَنُدْخِلُكُمْ منْ خَلًا كَرِيمًا‘তোমাদেরকে যে বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেবো এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ […]

বিস্তারিত

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি কঠোর হুঁশিয়ারি।

হাদীস শরীফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি ইরশাদ করেন- خَلَقَ اللهُ الخَلْقَ، فَلَمّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهْ، قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَذَاكِ. আবু হুরাইরা […]

বিস্তারিত

মিথ্যার ভয়াবহতা।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। তার মধ্যে মিথ্যার এক ভয়াবহ শাস্তি দেখানো হয়েছে। যা নিচের হাদীসে বিবৃত হয়েছে।আর একথা সর্বস্বীকৃত যে, নবীদের স্বপ্নও ওহী হয়ে থাকে। তিনি ইরশাদ করেন- إِنّهُ أَتَانِي اللّيْلَةَ آتِيَانِ، وَإِنّهُمَا ابْتَعَثَانِي، وَإِنّهُمَا قَالاَ لِي انْطَلِقْ، وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا… فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ […]

বিস্তারিত

ইসলামী সমাজের বৈশিষ্ট্য

ইসলামী সমাজ-ব্যবস্থার একটি মৌলিক অনুষঙ্গ পরস্পর প্রীতি ও সৌহার্দ্য। এজন্য গোটা মুসলিম জাতিকে হাদীস শরীফে এক দেহের মতো বলা হয়েছে, যার একটি অঙ্গ রোগাক্রান্ত হলে গোটা দেহ আরাম-নিদ্রা ত্যাগ করে। ইসলামী সমাজের আরেক বৈশিষ্ট্য পরস্পর সহযোগিতা, একে অন্যের সেবা ও প্রয়োজন পূরণে এগিয়ে আসা। যে আল্লাহর কোনো বান্দার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে হাদীস শরীফের বর্ণনা […]

বিস্তারিত