আল্লাহ তাআলা কুরআন কারীমে ধৈর্যশীল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন- الَّذِيْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ قَالُوْۤا اِنَّا لِلهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ. যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’- আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। -সূরা বাকারা (০২) : ১৫৬ আমরা অনেকে মনে করি, […]
আমরা অনেকেই মুসলিম সমাজে বসবাস করে মুসলিমদের নামে নাম রেখে ভাবি যে, ‘আমরাই পরিপূর্ণ মুমিন। আর মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মানেই হয়তো মুমিন হওয়া। দু’টি হয়তো একই বিষয়।’ কিন্তু এই ধারণা সঠিক নয়। মূলত উভয়ের মাঝে রয়েছে অনেক পার্থক্য।একজন মুসলিম প্রকাশ্যে তার ইসলামের ঘোষণা দিলেই তাকে মুসলিম সমাজ একজন মুসলিম হিসেবে গণনা করবে। কিন্তু সে […]
ওযুর শুরুতে দুআ সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল সালাত আদায় করা। সালাত আদায়ের জন্য তোমাকে অবশ্যই ওযু করতে হবে। তেমনি নামাযের পরে তুমি কুরআন তিলাওয়াত করবে, সেজন্যও ওযুর প্রয়োজন। এখন তুমি নামাযে যাওয়া ও কুরআন তিলাওয়াতের জন্য সুন্দর করে ওযু করবে, পবিত্র হবে। আর কতই না সুন্দর হবে, যদি আমরা সকল কাজ আল্লাহ্র […]
জায়েজ আছে। তবে হাদীসে এভাবে পূর্ণ উলঙ্গ থাকতে অনুৎসাহিত করা হয়েছে। عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالتَّعَرِّيَ فَإِنَّ مَعَكُمْ مَنْ لَا يُفَارِقُكُمْ إِلَّا عِنْدَ الغَائِطِ وَحِينَ يُفْضِي الرَّجُلُ إِلَى أَهْلِهِ، فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ» ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। […]
দুআর ফলাফল চোখে দেখি বা না দেখি আমাদেরকে দুআ করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দুআর ফলাফল একেবারেই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না। এমন একটি ক্ষেত্র হল, যখন মুসলমান মযলুম হতে থাকে, তাদের উপর বিভিন্ন জায়গায় নির্যাতন চলতে থাকে, তখন দুআ কান্নাকাটি করা হয়, চোখের পানি ফেলা হয়, কুনুতে নাযিলা পড়া হয়, […]
কোন কোন এলাকায় বিয়ের ক্ষেত্রে দেখা যায়, মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি (ইযন) আনার জন্য একজন লোক ঠিক করা হয়, যে মেয়ের বাপ ভাই ব্যতীত অন্য কেউ হয়। এক্ষেত্রে অধিকাংশ সময় গায়রে মাহরাম ব্যক্তিকেই ঠিক করা হয়। ব্যক্তিকে বলা হয় উকিল বাবা। এ ব্যক্তি মেয়ে থেকে বিয়ের অনুমতি এনে বিবাহের মজলিসে মেয়ের পক্ষে ওকালতি করে। […]