মুমিন হিসাবে সকলের কর্তব্য হচ্ছে সহীহ শুদ্ধভাবে উত্তমরূপে কুরআন কারীম তিলাওয়াত করা। আর এর রয়েছে অনেক বড় ফযীলতও। আয়েশা সিদ্দীকা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقّ، لَهُ أَجْرَانِ. যারা উত্তমরূপে কুরআন পড়বে তারা থাকবে অনুগত সম্মানিত ফিরিশতাদের সাথে। আর […]
জনৈক উদ্ধত ব্যক্তি চরম দাম্ভিকতার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রসিদ্ধ বুযুর্গ মালেক ইবনে দীনার রাহ.-ও সেই পথে হেঁটে যাচ্ছিলেন। তাঁর চলার মধ্যে বিনয়-নম্রতা ও ধীরস্থিরতা প্রকাশ পাচ্ছিল। তিনি উদ্ধত লোকটিকে উদ্দেশ্য করে বললেন, বৎস হে! তুমি এমন দাম্ভিকতার সাথে চলছ কেন? লোকটি উত্তেজিত হয়ে বলতে লাগল, জানো আমি কে? অহংকারী লোকটি যদিও ছিল অর্থবিত্তে […]
সূরা মুলক। ঊনত্রিশ নাম্বার পারার প্রথম সূরা। সূরা নাম্বার ৬৭। জীবনের উদ্দেশ্য, আল্লাহর কুদরত ও নিআমতের স্মরণ, আখেরাতে জাহান্নামীদের অবস্থা ও তাদের আক্ষেপ ইত্যাদি বিষয় রয়েছে এ সূরাটিতে। অনেক ফযীলত সম্বলিত সূরা এটি। এ সূরাকে বলা হয়, ‘মানেআ’-বাধাদানকারী, প্রতিবন্ধক। এ সূরাটি আমলকারীর জন্য কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে। সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম […]