মনের ভেতর প্রশ্ন জাগতে পারে—গুনাহ থেকে কীভাবে বাঁচব? চারদিকে ফিতনার সয়লাব বয়ে যাচ্ছে। পুরো জাতি যখন ফিতনার কড়ারগ্রাসে নিমজ্জিত, তখন আমি নিজেকে কীভাবে এ থেকে বাঁচিয়ে রাখব? চোখ, কান, হাতসহ যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে গুনাহ থেকে হিফাজত করব? এই প্রশ্নগুলোর উত্তরে আমাদের যা করতে হবে, তা ঠিকভাবে করে যাওয়া বড্ড জটিল ও কঠিন। এটা মুখে বলা […]
বাকপটুতা, কৌশলী যুক্তি-তর্ক এবং মিথ্যাসাক্ষী, ক্ষমতার প্রভাব বা অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে বিচারক অন্যের হক যদি আমাকে দিয়েও দেয়, বা আমার পক্ষে ভুল রায় এসে যায়, শরীয়তের দৃষ্টিতে এই রায় আমার জন্য গ্রহণ করা হালাল ও বৈধ নয়; সেটি হারাম বলেই বিবেচিত।কারণ মিথ্যা মিথ্যাই। অন্যায় অন্যায়ই। বিচারিক ফয়সালার মাধ্যমে মিথ্যা সত্য হয় না, অন্যায় […]
مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنفُسِكُمْ إِلَّا فِي كِتَبٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ۲۲ لِّكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُواْ بِمَا عَاتَنكُم وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ জমিনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোনো মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ […]
কখনো কি বিজন অন্ধকারে রবের পানে মুখ তুলে বলেছেন—’দয়াময় প্রভু! প্রাণাধিক ভালোবেসেছি তোমায়!’ ঝলমলে জ্যোৎস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সুধা? অনুভব করেছেন কি কদর রাতে শান্তির সমীরণ? ভেবে দেখেছেন কি—এই যে আপনার শ্বাস-প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে, ধমনিতে রক্ত বইছে আপন ধারায়, নিয়ম মেনে সংকুচিত ও সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য সূক্ষ্ম নিউরন, আপনার প্রতিটি […]
মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে। মহিলার এমন কর্মকাণ্ড কোরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্বিগ্ন করে তুলে। তারা পরস্পরে আলোচনা করতে থাকে যে, আল্লাহর রাসুলের কাছে তার শাস্তি মওকুফের বিষয়ে কে কথা বলবে? কে-ই বা নবীজির কাছে তার ব্যাপারে সুপারিশ করবে? অবশেষে তারা সিদ্ধান্ত নিল, রাসুলের অন্যতম প্রিয় ও আস্থাভাজন সাহাবি উসামা বিন জায়েদ রা. এ […]
আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকবে এবং ঈমানের দাবিসমূহ আদায় করবে। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকবে এবং ভালোবাসার দাবিসমূহ পালন করবে। আল্লাহর আদেশের সামনে সর্বদা শির নত করে দিবে। আল্লাহর রেযা ও সন্তুষ্টিই হবে তার জীবনের একমাত্র চাওয়া-পাওয়া। তাকদীরের উপর রাজি খুশি থাকবে। কোনো গোনাহ হয়ে গেলে সঙ্গেসঙ্গে ইস্তিগফার ও তাওবা করবে। ফরয ইবাদতসমূহ যথাযথভাবে আদায় […]
