জহির উদ্দিন বাবর গত শতাব্দীর আশির দশক থেকে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। ইসলামি ধারার সাহিত্য ও লেখালেখিতে এনেছেন নতুন মাত্রা। মাদ্রাসার জন্য প্রণয়ন করেছেন সংস্কারধর্মী সিলেবাস। ব্যক্তিগঠনে রাখছেন অনন্য ভূমিকা। প্রচারের আলোয় আসার বিন্দু পরিমাণ চেষ্টা ছাড়াই তিনি এদেশের মাদ্রাসাপড়ুয়া ও দীনদার শ্রেণির আস্থা ও ভালোবাসার মিনারে পরিণত হয়েছেন। তিনি মাওলানা আবু তাহের মেসবাহ। […]