দেশ ছেড়ে পথে পথে ঘুরছেন নবি মুসা আ.। না আছে খাবার, না আছে মাথা গুঁজবার ঠাঁই। নিজ দেশ ছেড়ে পারি দিয়েছেন অনেক দূর। আশ্রয় নিয়েছেন অচেনা এক দেশে। না আছে সঙ্গী, না আছে আগলে নেবার মতো প্রিয়জন। খিদা পেয়েছে খুব! কী খাবেন? খাবারও বা পাবেন কোথায়? না কাউকে চিনেন, না আছে অর্থ যা দিয়ে কিছু […]