সেহরী খেয়ে নিয়ত না করে ঘুমিয়ে পড়লে রোযা হবে কী?

সেহরী খেয়ে নিয়ত না করে ঘুমিয়ে পড়লে রোযা হবে কী

রমজানের রাতে সেহরী খাওয়া মানেই রোযার নিয়ত করে ফেলা।

আলাদাভাবে আর কোন নিয়তের প্রয়োজন নেই। যেহেতু আপনি রাতের বেলা রোযার জন্যই খানা খেয়েছেন, উক্ত খানা খাওয়াটাই রোযার নিয়ত হিসেবে ধর্তব্য হয়ে গেছে। আলাদাভাবে আর কোন নিয়তের দরকার নেই।

তাই আপনার সেই দিনের রোযাটি বিশুদ্ধ হয়েছে।

وَالتَّسَحُّرُ فِي رَمَضَانَ نِيَّةٌ ذَكَرَهُ نَجْمُ الدِّينِ النَّسَفِيُّ، (الفتاوى الهندية، كتاب الصوم، الباب الاول فى تعريفه وتقسيمه وسببه وقته وشرطه-1/195)

(قَوْلُهُ: بِنِيَّةٍ) قَالَ فِي الِاخْتِيَارِ النِّيَّةُ شَرْطٌ فِي الصَّوْمِ وَهِيَ أَنْ يَعْلَمَ بِقَلْبِهِ أَنَّهُ يَصُومُ وَلَا يَخْلُو مُسْلِمٌ عَنْ هَذَا فِي لَيَالِي شَهْرِ رَمَضَانَ، وَلَيْسَتْ النِّيَّةُ بِاللِّسَانِ شَرْطًا (رد المحتار، كتاب الصوم-3/339-341

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *