ঘরে প্রবেশের দুআ

ঘরে প্রবেশের দুআ

নামায শেষে বা প্রয়োজনীয় কাজ সেরে তোমাকে আবার ঘরে ফিরতে হবে।

কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর যিকির ও রাসূলের শেখানো দুআ না পড় তাহলে শয়তান বলে কি- এই তো সুযোগ পেয়েছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়া যাবে।

অতপর সে ঘরে ঢুকে ঘরওয়ালাদের বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে।

আর যদি ঘরে প্রবেশের সময় দুআ পড়া হয়, তাহলে শয়তান বলে- নাহ্ এই ঘরে আর যাওয়া যাবে না।

তাই ঘরে প্রবেশের সময় রাসূলের শেখানো দুআ পড়ে নিবে, যাতে তোমার ঘরে শয়তান প্রবেশ করতে না পারে ।

দুআটি হচ্ছে-

اللّهُمّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبّنَا تَوَكَّلْنَا.

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে চাই- উত্তম প্রবেশস্থল এবং উত্তম গমনস্থল। আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই এবং আমাদের প্রভু আল্লাহর উপরই আমরা ভরসা করি।

আর শোনো, ঘরে প্রবেশ করে সালাম দিতে যেন ভুল করো না। ঘরে প্রবেশ করে সবার আগে সালাম দিবে। (দ্র. সুনানে আবু দাউদ, হাদীস ৫০৯৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *