ঘর থেকে বের হওয়ার দুআ

ওযু করে পবিত্র হয়ে সুন্দর কাপড় পরিধান করে তুমি ঘর থেকে বের হবে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছু নেয় এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাকে খারাপ পথে নিয়ে যেতে চায়।

তবে যখন মানুষ ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং রাসূলের শেখানো দুআ পড়ে বের হয় তখন সে আল্লাহর হেফাজতে ও রক্ষণাবেক্ষণে চলে যায়। শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তাকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারে না।

তাই চল আমরাও ঘর থেকে বের হওয়ার সেই দুআটি শিখে নিই। যেন শয়তান আমাদের কোনো ক্ষতি করতে না পারে। দুআটি হচ্ছে-

بِسْمِ اللهِ، تَوَكّلْتُ عَلَى اللهِ، لاَ حَوْلَ وَلاَ قُوّةَ إِلاّ بِاللهِ

বিসলিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লা-হ, লা হাউলা ওয়ালা কুউয়াতা ইল্লা-বিল্লা-হ

অর্থ : আল্লাহর নাম নিয়ে তাঁরই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি সামর্থ্য নেই। -জামে তিরমিযী, হাদীস ৩৪২৬; সুনানে আবু দাউদ, হাদীস ৫০৯৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *