ছাগলের মাথা ঘুরে এল প্রথম বাড়িতে

মদীনায় একটি পরিবার ছিল খুবই অভাবগ্রস্ত।
তাদের কাছে ছাগলের একটি মাথা ছাড়া কিছুই ছিল না। যখন তাদের নিকট এছাড়া অন্য কিছু আসল তারা বলল, হায় যদি ছাগলের মাথাটি আমাদের চেয়ে অভাবী কাউকে দান করে দিতে পারতাম।
অতপর তারা সেটি এক দরিদ্র পরিবারে পাঠিয়ে দিল।
এই পরিবারও পূর্বের পরিবারের ন্যায় তাদের চেয়ে বেশি প্রয়োজনগ্রস্ত মনে করে মাথাটি অন্য এক বাড়িতে পাঠিয়ে দিল।
এভাবে ছাগলের মাথাটি মদীনার বিভিন্ন বাড়িতে ঘুরতে লাগল।
এক পর্যায়ে সর্বপ্রথম যেই বাড়ি থেকে তা দান করা হয়েছিল সেই বাড়িতেই ফিরে এল।
আলকুনাওয়াল আসমা, আদদূলাবী ১/২০০; হিলয়াতুল আওলিয়া, আবু নুয়াঈম ৩/৩৩৮
একটি দুর্বল সূত্রে হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত হয়েছে, সেটা ছিল আল্লাহর রাসূলের এক সাহাবীর বাড়ি। আর মাথাটি সাত বাড়িতে ঘুরে পুনরায় তাঁর বাড়িতেই ফিরে এসেছিল। এই প্রেক্ষিতেই নাযিল হয়েছিল-
وَ یُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَ لَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ .
-তাহযীবুল আছার তাবারী, মুসনাদে ওমর রা. অংশ ১/১২১-১২২ (২০০); মুসতাদরাকে হাকেম ২/৪৮৩-৪৮৪; শুআবুল ঈমান, বায়হাকী ৩/২৫৯ (৩৪৭৯); ফাতহুল বারী ৭/১৫০
Leave a Reply