আকাঙ্ক্ষার কুরবানী।

আকাঙ্ক্ষার কুরবানী।

একবার আবদুল্লাহ ইবনে ওমর রা. অসুস্থ হলেন।

তিনি মৌসুমের প্রথম আঙ্গুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন তার স্ত্রী ছফিয়্যা খাদেমকে আঙ্গুর কিনে আনার জন্য বাজারে পাঠালেন।

সে এক দিরহামের বিনিময়ে এক থোকা আঙ্গুর কিনে আনছিল। ঐ সময় এক ভিক্ষুক তার পিছু নিল। সে তা নিয়ে ঘরে প্রবেশ করলে ভিক্ষুক জোরে আওয়াজ দিয়ে বলল, ভিক্ষুক এসেছে, কিছু দিন।
ইবনে ওমর রা. তার আওয়াজ শুনে খাদেমকে আঙ্গুরগুলি দিয়ে দিতে বললেন। ভিক্ষুক নিয়ে চলে গেল।

স্ত্রী আবার খাদেমকে এক দিরহাম দিয়ে পাঠালেন আঙ্গুর আনার জন্য। সে তা কিনে ঘরে ফিরছিল। পথিমধ্যে সেই ভিক্ষুক পুনরায় তার পিছু নিল এবং পূর্বের মতই আরচণ করল। ইবনে উমর রা. এবারও তাকে আঙ্গুর দিয়ে দিতে বললেন।

এভাবে তিন বার বা চারবার ঘটার পর স্ত্রী ভিক্ষুককে ধমক দিয়ে বললেন, তোমার কি লজ্জা-শরম নেই? এবার যদি আস তাহলে…। এরপর আঙ্গুর আনা হল ইবনে উমর রা. তা খেলেন।

হযরত ইবনে উমর রা.-এর বিশিষ্ট শাগরেদ হযরত নাফে রাহ.-এর বর্ণনায় এসেছে, ইবনে উমর রা. যদি এই ঘটনা জানতেন (স্ত্রী কর্তৃক ভিখারীকে ধমকানো) তাহলে ঐ আঙ্গুর তিনি কখনোই খেতেন না।

আরো বর্ণিত হয়েছে, প্রথমবার ছাড়া প্রতিবারই স্বয়ং ঐ ভিখারীর কাছ থেকেই ঐ আঙ্গুর কেনা হয়েছিল। আর সে নিজেই বারবার নির্লজ্জের মত এসে তা চাচ্ছিল।

-তবাকাতে ইবনে সা‘দ ৪/১২০; তবরানী কাবীর (১৩০৬৭) হিলয়াতুল আওলিয়া আবু নূয়াঈম ১/৩৬৯,২৬০ মাজমাউয যাওয়ায়েদ ৯/৩৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *