জান্নাতে ঠিকানা লাভ

জান্নাতে কে না যেতে চায়! মুমিন মাত্রই জান্নাতের প্রত্যাশী। এজন্য আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে জান্নাতে যাওয়ার বিভিন্ন আমল বলে দিয়েছেন। এমনই একটি আমল হচ্ছে ইয়াদাতুল মারীয (কেউ অসুস্থ হলে তার দেখভাল করা, খোঁজ-খবর নেওয়া, হালপুরসী করা, সেবা-যত্ন করা, তার উত্তম চিকিৎসা ও নিরাময়ের ব্যবস্থা করা ইত্যাদি।) ।
নবীজী বলেন-
مَنْ عَادَ مَرِيضًا، نَادَى مُنَادٍ مِنَ السّمَاءِ: طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوّأْتَ مِنَ الْجَنّةِ مَنْزِلًا.
যখন কোনো মুসলিম কোনো ভাইয়ের ইয়াদত করে তখন আসমানে এক ঘোষক ঘোষণা করে, তুমি ধন্য। তোমার পথচলা মসৃণ হোক। তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ।
-সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৪৪৩; জামে তিরমিযী, হাদীস ২০০৮; মুসনাদে আহমাদ, হাদীস ৮৫৩৬, ৮৬৫১
অর্থাৎ এ আমলের কারণে আসমানে তার জন্য দুআ হতে থাকে এবং জান্নাতের ঘোষণা হতে থাকে।
একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন-
مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟
তোমাদের মাঝে আজ রোযা রেখেছে কে?
হযরত আবু বকর রা. বললেন, আমি।
নবীজী আবার জিজ্ঞাসা করলেন-
فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً؟
আচ্ছা, তোমাদের কে আজ জানাযা-দাফনে শরীক হয়েছে?
হযরত আবু বকর রা. বললেন, আমি।
নবীজী আবার জিজ্ঞাসা করলেন-
فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟
আজ কোনো মিসকীনের জন্য আহারের ব্যবস্থা করেছে কে?
হযরত আবু বকর রা. বললেন, আমি।
নবীজী আবার জিজ্ঞাসা করলেন-
فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟
আজ অসুস্থ ব্যক্তির ইয়াদত (রোগীর সেবা) করেছ কে?
হযরত আবু বকর রা. বললেন, আমি।
এ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ، إِلّا دَخَلَ الْجَنّةَ.
যে ব্যক্তির মাঝে এ গুণগুলো একত্র হল সে তো জান্নাতে প্রবেশ করল।
-সহীহ মুসলিম, হাদীস ১০২৮
Leave a Reply