জান্নাতের বাগানে অবস্থান

কখনো কখনো রোগীর কাছে গেলে কিছুটা অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হয়।
তবে বাহ্যিক বিবেচনায় পরিবেশ প্রীতিকর মনে না হলেও আসমানে এর মূল্যায়ন ভিন্নরকম।
শুনুন নববী যবানের ভাষ্য-
مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنّةِ، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنّةِ؟ قَالَ: جَنَاهَا.
যে ব্যক্তি কোনো রোগীর ইয়াদত (দেখতে গেলো/সেবা) করল সে (যেন) জান্নাতের বাগানে রইল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের বাগান বলতে…? বললেন, অর্থাৎ তার পাকা ফল। -সহীহ মুসলিম, হাদীস ২৫৬৮
অর্থাৎ বাগানের ফল সংগ্রহকারী ব্যক্তিকে যেভাবে ঐ ফল থেকেই তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, ফলে তার পারিশ্রমিক আর বাদ পড়ার সুযোগ থাকে না, তেমনি অসুস্থ ব্যক্তির সেবাকারী এ ব্যক্তিও এভাবে সওয়ারেব অধিকারী হবে।
মানে এ ব্যক্তি এমন আমল করল, আল্লাহর কাছে কবুল হলে, তার এ আমলই তাকে জান্নাতে নিয়ে যাবে।
(দ্র. ফাতহুল বারী ১০/১১৮)
Leave a Reply