এখনো কি বোঝার সময় হয়নি!

মানবদেহ মহান সৃষ্টিকর্তার এক অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক নিআমত। অসাধারণ ও অনিন্দ্যসুন্দর আকৃতিতে মানুষের সৃজন।
আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দেখার জন্য চোখ, বলার জন্য মুখ, ধরার জন্য হাত, স্বাদ গ্রহণের জন্য জিহ্বা , শোনার জন্য কান, অনুভূতির জন্য ত্বক, ঘ্রাণের জন্য নাক, চলার জন্য পা এবং আরও কত কী! এসব অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যেকটি এক একটি অমূল্য সম্পদ।
এসব ছাড়াও দেহাভ্যন্তরে রয়েছে হার্ট, লিভার, ভাল্ব, ফুসফুস, পাকস্থলী, কিডনীসহ অসংখ্য মূল্যবান নিআমত, যার কোনো কোনোটি বিকল হলে সমগ্র বিশ্বের সবকিছুর বিনিময়েও সচল করা অসম্ভব।
আল্লাহ তাআলা ইরশাদ করেন।
وَ فِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ، وَ فِیْۤ اَنْفُسِكُمْ، اَفَلَا تُبْصِرُوْنَ.
যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য পৃথিবীতে রয়েছে বহু নিদর্শন। এবং স্বয়ং তোমাদের (নিজ সত্তার) মাঝেও; তবুও কি তোমরা অনুধাবন করতে পার না? সূরা যারিয়াত (৫১) : ২০-২১
এরপরও কি আমরা অকৃতজ্ঞ থেকেই যাবো?
Leave a Reply