আল্লাহর সাহায্য লাভের একটি সহজ উপায়

আল্লাহর সাহায্য লাভের একটি সহজ উপায়

আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানব জীবন অচল।

জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। তিনি সাহায্য না করলে মানুষের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়। এজন্য সর্বদা তাঁরই কাছে সাহায্য কামনা করা বান্দার অবশ্যকর্তব্য। তাইতো বান্দা প্রতি নামাযে, প্রতি রাকাতে বলে-

اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُ.

আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। -সূরা ফাতিহা (১) : ৪

নিজের জীবনে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার একটি সহজ উপায় হল, অন্যকে সাহায্য করা। মানুষকে সহযোগিতা করলে নিজের কাজেও আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। এটা অনেক বড় সওয়াবের কাজ। এর ফযীলতও অনেক। বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছেন। এক বিখ্যাত হাদীসে এসেছে-

وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ.

বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে নিরত থাকে, আল্লাহও তার সাহায্যে থাকেন। -সহীহ মুসলিম, হাদীস ২৬৯৯

উক্ত হাদীসে মানুষকে সাহায্য করার একটি বিশাল ফযীলত বলা হয়েছে। যে ব্যক্তি মানুষের সাহায্য-সহযোগিতা করবে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবেন।

সরাসরি সাহায্য করা কিংবা পরামর্শ দিয়ে সাহায্য করাসহ সবধরনের সাহায্যই এর অন্তর্ভুক্ত। সব শ্রেণির মানুষকে সাহায্য করাও এর অন্তর্ভুক্ত। সকল মুসলমান ভাই ভাই। হাদীসেও মুসলিম না বলে ভাই শব্দ বলা হয়েছে। মানুষ আপন ভাইকে যেমন আন্তরিকতার সাথে সাহায্য করে, তেমনি তার মুসলমান ভাইকেও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে।

মানুষকে নানানভাবেই সাহায্য-সহযোগিতা করা যায়। যেমন, রাস্তাঘাটে অনেক বয়স্ক মানুষকে দেখা যায়, পরিশ্রম করে নিজের কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু পয়সা উপার্জনের জন্য কষ্ট করে তাকে কাজ করতে হচ্ছে। ওই মুহূর্তে তাকে সাহায্য করা। কেউ হয়ত ভারি কোনো বোঝা তুলছে, তাকে সেটা তুলতে সাহায্য করা। কেউ কোনো ভারি জিনিস নামাচ্ছে তাকে সেটা নামাতে সাহায্য করা। কেউ কোনো কাজ করতে না পারলে অথবা কাজ করে ক্লান্ত হয়ে পড়লে তাকে সাধ্যমত সহযোগিতা করা। মোটকথা, যার যেমন সাহায্য-সহযোগিতা দরকার, নিজের পক্ষে যতটুকু সম্ভব করে দেওয়া।

যারা আমাদেরই অধীনে কাজ করে, তাদেরকেও কাজে সাহায্য করা। তাদের কাজ হালকা করে দেওয়া, কমিয়ে দেওয়া। এতে তাদের উপকারের পাশাপাশি নিজেরও উপকার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *