একটি দুআ

এক রাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
আবদুল্লাহ ইবনে মাসউদ আজ যে দুআ করবে সে দুআই আল্লাহ তাআলা কবুল করবেন। পরদিন তাকে জিজ্ঞেস করে জানা গেল, ঐ রাতে তিনি ঈমান, জান্নাত ও জান্নাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকার দুআ করেছিলেন। এটা শুধু তাঁর ঐ রাতের দুআ নয়; বরং সবসময় তিনি এই দুআ করতেন। তাঁর পুত্র আবু উবায়দা রাহ. বলেন, আব্বাজী একদিন বলেছেন-
إن لي دعاء ما أكاد أن أدعه.
আমার একটা দুআ আছে, যা কখনো বাদ দিই না।
এরপর তিনি এই দুআটি উল্লেখ করেছেন-
اللّهُمّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ، وَنَعِيمًا لَا يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِيِّنَا مُحَمّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي أَعَلَى جَنّةِ الْخُلْدِ.
হে আল্লাহ! আমি আপনার নিকট এমন ঈমান চাই, যার পর কুফরের দিকে প্রত্যাবর্তন হবে না। এমন নিআমত চাই, যা কখনো ফুরাবে না এবং আমার শেষ চাওয়া সুউচ্চ জান্নাতে আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গলাভ। -মুসনাদে আবু দাউদ তয়ালিসী, হাদীস ৩৩৮; মারিফাতুস সাহাবা, আবু নুআইম ৩/২৩২-২৩৩, হাদীস ৪৫০১; হিলইয়াতুল আউলিয়া ১/১২৭
আসুন, জান্নাতে নবী কারীম সাল্লাল্লাহু সালাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের আশায় উল্লিখিত আমলগুলো করতে থাকি। পাশাপাশি এই দুআটিও জারি রাখি।
Leave a Reply