ঈমান বিনষ্টকারী কবীরা গুনাহসমূহ-১ম পর্ব

শিরক
- যেসব বিষয় ও গুণাবলি একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং যেসব বিষয় একমাত্র আল্লাহ তাআলার হক তাতে আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদারিত্ব সাব্যস্ত করা।
- আল্লাহ ছাড়া কাউকে শরীয়ত প্রদানের অধিকারী মনে করা, হালাল-হারাম নির্ধারণের অধিকারী মনে করা। শরীয়তের কোনো বিধান রহিত করার ক্ষমতাবান মনে করা।
- উপায়-উপকরণের ঊর্ধ্বের কোনো বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। যেমন, কোনো মাযারওয়ালার কাছে বা কোনো পীরের কাছে সন্তান প্রার্থনা করা, ধনাঢ্যতা চাওয়া, রোগমুক্তি প্রার্থনা করা।
- কবরে বা মাযারে তাওয়াফ করা।
- কবরে বা মাযারে সিজদা করা।
- আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মান্নত করা।
- আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পশু জবাই করা।
- ভাষ্কর্য তৈরি করা বা স্থাপন করা ইত্যাদি।
Leave a Reply