ভাইয়ের পাশে ভাই মুসলিমের ন্যায্য অধিকার

এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক রয়েছে। আমাদের মুসলমান হিসেবে শুধু নয়, বরং মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَرْبَعُ مِنْ حَقَّ الْمُسْلِمِينَ عَلَيْكَ أَنْ تُعِينَ مُحْسِنَهُمْ، وَأَنْ تَسْتَغْفِرَ لِمُذْنِبِهِمْ، وَأَنْ تَدْعُوَ
لِمُدَبِّرِهِمْ، وَأَنْ تُحِبَّ تَائِبَهُمْ.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল তোমার উপর মুসলমানদের চারটি হক রয়েছে। যথা-

১. নেককারদের সহযোগিতা করা।
২. গুনাহগারদের জন্য ক্ষমা প্রার্থনা করা।
৩. জেহাদ থেকে পলায়নকারীদের জন্য দোয়া করা।
৪. তওবাকারীকে ভালোবাসা। ১১৮

عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ لِلْمُسْلِمِ عَلَى أَخِيهِ سِتُّ خِصَالٍ وَاجِبَةٍ، إِنْ تَرَكَ مِنْهَا وَاحِدَةً، فَقَدْ تَرَكَ حَقًّا وَاجِبًا، إِذَا دَعَاهُ أَنْ يُجِيبَهُ، وَإِذَا مَرِضَ أَنْ يَعُودَهُ، وَإِذَا مَاتَ أَنْ يَحْضُرَهُ، وَإِذَا لَقِيَهُ أَنْ يُسَلَّمَ عَلَيْهِ، وَإِذَا
اسْتَنْصَحَهُ أَنْ يَنْصَحَهُ، وَإِذَا عَطَسَ أَنْ يُشَمِّتَهُ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে।

যদি সে তার একটিও বাদ দেয় তাহলে তার একটি ওয়াজিব ছাড়ার গুনাহ হবে। যথা-
১. আমন্ত্রণে সাড়া দেওয়া।
২. অসুস্থ হলে দেখতে যাওয়া।
৩. মৃত্যুবরণ করলে দাফনে শরীক হওয়া।
৪. পথে দেখা হলে সালাম দেওয়া।
৫. পরার্মশ চাইলে ভালো পরামর্শ দেওয়া।
৬. হাঁচি দিয়ে الحمد لله )আলহামদুল্লিাহ) বললে তার উত্তরে  يرحمك الله বলা। 

সুত্র- তাম্বীহুল গাফিলীন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *