পুত্রের প্রতি রাসুল সা. এর ভালোবাসা

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ছেলে-মেয়েদের খুব মহব্বত করতেন, আদর- স্নেহ করতেন। মায়াভরা আদর-যত্নে, হৃদয় উজাড় করা ভালবাসায় তাদের লালন-পালন করেছেন।
ইবরাহীমের জন্ম হলে দুধ পান করানোর জন্য তাকে আবু সাইফ নামক এক সাহাবীর স্ত্রীর হাতে সোপর্দ করা হয়। আবু সাইফের বাড়ি মদীনার ‘আওয়ালী’তে। মদীনার আশপাশের গ্রামগুলোকে ‘আওয়ালী’ বলা হয়। মদীনা হতে আওয়ালীর নিকটমত গ্রামের দূরত্ব ছিল দুই মাইল এবং দূরতম গ্রামের দূরত্ব আট মাইল।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি কত গভীর স্নেহ ও ভালবাসা লালন করতেন- এর একটা বিবরণ দিয়েছেন সায়্যিদুনা আনাস রা.। তিনি বলেন, ইবরাহীম মদীনার আওয়ালীতে দুধ পান করতেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন। আমরাও তাঁর সঙ্গে যেতাম। তিনি তাদের ঘরে প্রবেশ করতেন। ঘর থাকত ধূয়রাচ্ছন্ন। কারণ, ধাত্রীর স্বামী ছিল কর্মকার।
ঘরে প্রবেশ করে নবীজী ইবরাহীমকে কোলে নিতেন, আদর করে চুমু খেতেন। এরপর চলে আসতেন। -সহীহ মুসলিম, হাদীস ২৩১৬
আরেক বর্ণনায় এসেছে, তিনি তাকে কোলে নিয়েছেন, আদর করে চুমু খেয়েছেন এবং নাকে-মুখে লাগিয়েছেন। -সহীহ বুখারী, হাদীস ১৩০৩
সন্তানের প্রতি হৃদয়ের গভীরে কেমন মায়া-মমতা থাকলে পরিবারের হক, রাষ্ট্রের দায়িত্ব, উম্মতের দাওয়াতী ও ইসলাহী যিম্মাদারি আদায়ের সাথে সাথে মাইলের পর মাইল পায়ে হেঁটে চলে যেতেন শিশু-পুত্র ইবরাহীমকে শুধু দেখার জন্য! শুধু তাঁকে জড়িয়ে ধরে আদর-স্নেহ করার জন্য!
নবীজীর পুত্রগণ শৈশবেই ইনতিকাল করেন। ইবরাহীম রা. ষোল বা আঠারো মাস বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর ওফাতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কেমন ব্যাকুলতা ও অস্থিরতা ছেয়ে গিয়েছিল তা বোঝা যায় সায়্যিদুনা আনাস রা. এর বর্ণনা থেকে-
ইবরাহীমকে দেখার জন্য নবীজীর সাথে আমরা আবু সাইফের বাড়িতে গেলাম। ইবরাহীমের তখন প্রাণ ওষ্ঠাগত। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল।
আবদুর রহমান ইবনে আউফ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনিও (কাঁদছেন)? তিনি বললেন, এটা হল রহমত। এরপর আবারও তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি বললেন-
إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ.
নিশ্চয় চক্ষু অশ্রু ঝরাচ্ছে এবং হৃদয় বিগলিত হচ্ছে। তবে আমরা মুখে কেবল তাই বলব, যা আমাদের রব পছন্দ করেন। তোমার বিরহে আমরা বড়ই ব্যথিত হে ইবরাহীম! -সহীস বুখারী, হাদীস ১৩০৩
-মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন
Leave a Reply