টিমওয়ার্ক ১০১, প্রত্যেক নেতার যা জানা দরকার

টিমওয়ার্ক ১০১

আমার জীবনের বেশিরভাগ সময়ই নিজের বিকাশের ব্যাপারে উৎসাহী ছিলাম।
আসলে, গত চল্লিশ বছর ধরে আমি প্রতি বছর বিকাশের জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করে, সেটার পিছু ধাওয়া করে আসছি! লোকে বলে, জ্ঞান নাকি বয়সের হাত ধরে আসে।

তবে সেই সত্যটা আমি বিশ্বাস করি না। কখনও কখনও বয়স আসে নিঃসঙ্গ সারথির মতো। আমি যদি ক্রমাগত উন্নতির জন্য নিবেদিতপ্রাণ না থাকতাম, তাহলে কখনোই আমার কোন স্বপ্ন অর্জন করতে পারতাম না। আপনি যদি বিকশিত ও সেরা ব্যক্তিদের একজন হতে চান, তাহলে আপনার মধ্যে সেই ইচ্ছাশক্তি থাকতেই হবে।

একই সাথে জীবন বড়ই ব্যস্ত ও জটিল। বেশিরভাগ লোকের ক্ষেত্রে, করণীয় কাজের তালিকা সম্পন্ন হবার আগেই ফুরিয়ে যায় দিন।
আর জীবনের যেকোন ক্ষেত্রে লক্ষ্যের একেবারে মূলে পৌছানো একটা চ্যালেঞ্জ হতে পারে। বিগত পাঁচ হাজার বছরের তুলনায় গত তিরিশ বছরে বেশি নতুন তথ্য তৈরি হয়েছে-তা কি আপনি জানেন?

সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে বসবাস করা লোকজনের বেশিরভাগ তাদের জীবদ্দশায় যত তথ্যের মুখোমুখি হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি সাপ্তাহিক সংস্করণে তার চেয়ে অধিক তথ্য রয়েছে।

নাম :টিমওয়ার্ক ১০১
লেখক: জন সি. ম্যাক্সওয়েল
অনুবাদক: মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশনী: : অন্যধারা
পৃষ্ঠা সংখ্যা : 97

📙 অর্ডার করতে ভিজিট করুন: টিমওয়ার্ক ১০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *