অন্তরের সাথে সম্পৃক্ত ঈমানের শাখাসমূহ

অন্তরের সাথে সম্পৃক্ত ঈমানের শাখা ত্রিশটি-
১. আল্লাহর ওপর ঈমান আনয়ন করা।
২. এ কথার বিশ্বাস রাখা যে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই অস্থায়ী এবং সৃষ্ট।
৩. ফেরেশতাদের ওপর ঈমান আনয়ন করা।
৪. আল্লাহ-প্রেরিত সকল কিতাবের ওপর ঈমান আনয়ন করা।
৫. পয়গম্বরদের ওপর ঈমান আনয়ন করা।
৬. তাকদির তথা ভাগ্যের ওপর ঈমান আনয়ন করা।
৭. কেয়ামত দিবসের ওপর ঈমান আনয়ন করা।
৮. জান্নাতের ওপর বিশ্বাস রাখা।
৯. জাহান্নামের ওপর বিশ্বাস রাখা।
১০. আল্লাহর প্রতি ভালোবাসা রাখা।
১১. আল্লাহরই জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহরই জন্য কারও প্রতি বিদ্বেষ পোষণ করা।
১২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখা।
১৩. ইখলাস তথা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা।
১৪. তাওবা তথা পাপকাজ হতে বিরত থাকা ।
১৫. আল্লাহ তাআলার আযাবে ভয়।
১৬. আল্লাহ তাআলার ক্ষমার আশা।
১৭. হায়া বা লজ্জাবোধ থাকা।
১৮. শোকর তথা কৃতজ্ঞতা আদায় করা।
১৯. অঙ্গীকার পূরণ করা।
২০. সবর তথা ধৈর্যধারণ করা।
২১. বিনয়ী হওয়া।
২২. সৃষ্টির ওপর দয়াবান হওয়া ।
২৩. আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা ।
২৪. তাওক্কুল বা আল্লাহর ওপর ভরসা করা।
২৫. আত্ম-গৌরব পরিহার করা।
২৬. কারও প্রতি বিদ্বেষ না রাখা।
২৭. কাউকে হিংসা না করা।
২৮. ক্রোধ না রাখা বা রাগ দমন করা।
২৯. কারও জন্য মন্দ কামনা না করা।
৩০. দুনিয়ার ভালোবাসা ত্যাগ করা।
বই: ফুরুঊল ঈমান
লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
Leave a Reply