ঋণ মুক্তির দুয়া

ঋণ মুক্তির দুয়া

একবার চতুর্থ খলিফা আলী রাদিআল্লাহু তায়ালা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্যে কিছু সাহায্য চায়।
এ সময় আলী রাদিআল্লাহু তায়ালা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যা তুমি পাঠ করলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।

এরপর আলী রাদিআল্লাহু তায়ালা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়া পড়তে বলেছিলেন।
اللهم اكفني بحلالك عن حرامك ، وأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ।

হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো । আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী কোরো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো ।

-সুনানে তিরমিজি: ৩৫৬৩, মুসনাদ আহমদ: ১৩২১

বই :কম আমলে অধিক নেকি

লেখক: মুহাম্মদ মিযান বিন রমজান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *