আপনি ভয় পাবেন না প্রিয়৷

আপনি ভয় পাবেন না প্রিয়৷

খাদিজা (রাযি.) বারবার পীড়াপীড়ি করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে।
অপ্রত্যাশিত ঘটনা যেন তিনি খুলে বলেন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় কিছুটা স্বাভাবিকতার ছাপ ফুটে ওঠলে একে একে সব ঘটনা খুলে বলেন তিনি। অচেনা আগন্তুকের মুখোমুখি। তাঁর দিকে আদেশের বাণ ছুঁড়ে দেওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে না পারার আবেদন। খানিক বাদে বুকের সাথে লাগিয়ে এক অদ্ভুত আলিঙ্গন। সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের শিক্ষা। সবকিছু খুঁটিনাটি খাদিজার (রাযি.) এর কাছে বললেন। কিছুই বাকি রাখেননি।

খাদিজা (রাযি.) ছিলেন অন্যান্য নারীদের থেকে তুলনামূলক বিচক্ষণ ছিলেন। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন পেরেশানি আর ঘাবড়ানো দেখে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছেন। একপর্যায়ে হজরত খাদিজা (রাযি.) রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সেদিন যা বলেছিলেন; যার সারমর্ম কিছুটা এমন—

‘আপনি কেন প্রাণনাশের ভয় করবেন? এটা কস্মিনকালেও সম্ভব হবে না। আমি হলফ করে বলতে পারি আল্লাহ আপনাকে কোনো কঠিন বিপদের মুখোমুখি করাবেন না। কারণ, আপনি হচ্ছেন আল্লাহর এমন এক বান্দা; আপনি সবসময় আত্মীয়তার সম্পর্ক বাজায় রাখেন। তাদের সাথে খারাপ ব্যবহার করেন না। কোনো মেহমান এলে তাকে সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে আপ্যায়ন করেন। সমাদর করেন যথাসাধ্য। যারা দিনদিন নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছে। জীবন যাদের একেবারে দূর্বিষহ আপনি তাদের পাশে দাঁড়ান। জালিমের বিরুদ্ধে লড়েন। আর যারা অসহায়ত্বের দিনরাত গুজরান দেয় তাদের আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সান্ত্বনা দেন। বুকে টেনে নেন। মাথায় হাত বুলিয়ে দেন। দুঃখীর কষ্টে দুঃখী হন। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন।
আর আল্লাহ আপনাকে অপমানিত করবে কিংবা বিপদ-আপদের সম্মুখীন করাবেন তা কখনো হতে পারে না

বই: আলো ফোটা ভোর
লেখক: আমীরুল ইসলাম ফুআদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *