হেদায়াতের ওপর অটল থাকার দূয়া

হেদায়াতের ওপর অটল থাকার দূয়া

হেদায়াত লাভ করার পর কোনো গ্যারান্টি নেই যে, মৃত্যু পর্যন্ত হেদায়াতের ওপর থাকা যাবে।
হেদায়াত লাভ করা যেমন কষ্টসাধ্য বিষয়, হেদায়াতের ওপর টিকে থাকা আরও কঠিন বিষয়।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একসময় আসবে, যখন মানুষদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার ন্যায় কঠিন হবে।

বনী ইসরাইলের যুগে এক বড় আবেদ ছিলেন। সারা দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। শয়তানের কুমন্ত্রণায় পড়ে তিনি এক নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হন। একসময় সেই নারীকে তার বাচ্চাসহ হত্যা করেন। শেষে ঈমানহারা হয়ে মৃত্যুবরণ করেন।

আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেদায়াতের ওপর অটল থাকতে কী দুআ করতে হবে।

কুরআনে ইরশাদ হয়েছে,
ربَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ﴾
“হে আমাদের রব! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিয়ো না। তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয় তুমি মহাদাতা।

-আলে-ইমরান: ৮

বই: দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়ো না
লেখক: ডা. শামসুল আরেফীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *