তওবার সময় ও সুযোগ

তওবার সময় ও সুযোগ

আপনি জেনে রাখুন (আল্লাহ সকলের প্রতি দয়া করুন) সর্বশক্তিমান আল্লাহ তাঁর বান্দাদের নিষ্ঠার সঙ্গে তাওবা করার নির্দেশ প্রদান করেছেন।

দয়াময় রব বলেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
হে ঈমানদাররা! তোমরা আল্লাহর কাছে একনিষ্টভাবে খাঁটি তাওবা কর।

কিরামান কাতেবিন আমাদের গুনাহ লেখার আগ পর্যন্ত মহান আল্লাহ আমাদেরকে তাওবার ব্যাপারে কিছুটা সুযোগ দিয়েছেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-“নিশ্চয় বামদিকের ফেরেশতা কলম উঠিয়ে রাখে ছয় ঘণ্টা পর্যন্ত গুনাহকারী বান্দার আমলনামা লেখা থেকে।
গুনাহকারী বান্দা যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করা হয়, অন্যথায় তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। আরেকটি সুযোগ হল লেখার পরে এবং মৃত্যুর ফেরেশতা প্রাণপাখি নিয়ে চলে যাবার আগ পর্যন্ত।

আধুনিক যুগের বড় একটি সমস্যা হলো, মানুষজন আল্লাহকে ভয় না করে দিনরাত এক করে বিভিন্ন গুনাহ করেই যাচ্ছে।
তাদের কেউ কেউ আবার গুনাহকে তুচ্ছজ্ঞান করছে। ফলে তাদের কেউ কেউ সগিরা গুনাহকে কোনো পাত্তা দেয় না।

খুবই তুচ্ছজ্ঞান করতে করতে এক সময় বলেই বসে যে, একবার কোনো মহিলার দিকে তাকালে বা কোনো বেগানা নারীর সঙ্গে হাত মেলালে এমন কি-ই বা ক্ষতি হবে? অনেককেই তো দেখি মেয়েদের সঙ্গে হাত মেলায়।

এমন ধারণার কারনেই মানুষ তওবা করার তওফিক হারিয়ে ফেলে।

নাম : তাওবা করতে চাই, কিন্তু
লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদক: আমিন আশরাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *