মুমিনের শত্রু

মুমিনের শত্রু

মুমিনের জীবনে চার শ্রেণির শত্রুর মোকাবিলা করতে হয়।
যথা:
(১) দুনিয়ার মহব্বত।
(২) শয়তান ।
(৩) মহব্বতে গাইরুল্লাহ।
(8) নফস।
সুতরাং কেউ যদি এই চার ধরনের শত্রুর বিরুদ্ধে মোকাবিলার প্রস্তুতি গ্রহণ না করে, তার মধ্যে চারটি বদ স্বভাবের বিস্তৃতি ঘটবে।
যেমন:
(১) বাঘ ও সাপের হিংস্রতা তথা আপন-পর বিবেচনা না করে আক্রমণের
অভ্যাস।
(২) শিম্পাঞ্জির লুটতরাজ ও সন্ত্রাস।
(৩) বানরের চুরি ।
(৪) কুকুরের অতুষ্টি ও অত্যধিক চাওয়ার অভ্যাস।
আর এ সকল শত্রু ও রাজায়েল থেকে মুক্তির উপায় হচ্ছে দুটি। যথা:
(১) আত্মার পরিশুদ্ধি।
(২) জিকরুল্লাহতে মনোনিবেশ।
আত্মার পরিশুদ্ধি বলতে তাজকিয়াতুন্নাফসকে বোঝায়। যার দীক্ষা
আহলুল্লাহ তথা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে অর্জন করতে হয়। আর জিকরুল্লাহতে মনোনিবেশ করা কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজানোর দ্বারা সম্ভব। জিকরুল্লাহর দ্বারা সকল ইবাদতকে বোঝানো হয়েছে। তাই আসুন, উপর্যুক্ত দুশমনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে সবিনয় মিনতি করি। সাথে সাথে রাজায়েল তথা ইমানের জন্য ক্ষতিকর বিষয়সমূহ থেকে আত্মরক্ষার জন্য তাঁর কাছে ওসায়েল তথা মাধ্যম প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।

নাম : আত্মার খোরাক
লেখক: ফাহীম মুহাম্মদ আতাউল্লাহ
প্রকাশনী: : ফাতিহ প্রকাশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *