গিবতের সংজ্ঞা

হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, গিবতের সংজ্ঞা নিয়ে উলামায়ে কিরামের মাঝে মতভেদ রয়েছে।
রাগিব ইস্পাহানি বলেন, অন্য কোনো মানুষের এমন কোনো ত্রুটি উল্লেখ করা, যেটা উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না।
ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, গিবত হলো তোমার ভাইয়ের এমন জিনিস উল্লেখ করা, যা তার কাছে পৌঁছলে সে মন খারাপ করবে।
ইবনুল আসির রাহিমাহুল্লাহ বলেন, গিবত হলো মানুষের অগোচরে তাকে মন্দ বলা। যদিও সেই মন্দ স্বভাবটি তার মাঝে থাকুক।
ইমাম নববি রাহিমাহুল্লাহ ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর অনুরূপ বলেছেন,
তিনি বলেন, গিবত হলো মানুষের এমন কোনো বিষয় উল্লেখ করা, যা শুনলে সে মনে কষ্ট পাবে। সেটা তার দেহ, ধর্ম, দুনিয়া, ব্যক্তিত্ব, সৃষ্টি, স্বভাব, সম্পদ, সন্তান, স্ত্রী, খাদিম, পোশাক, নড়ন চড়ন, সহাস্যতা ও বিরক্তি ইত্যাদি যে বিষয়ই হোক। এ সম্পর্কিত যেকোনো বিষয়কে মন্দভাবে উল্লেখ করা হলো গিবত। এটি সরাসরি মৌখিকভাবে হতে পারে অথবা ইশারা-ইঙ্গিতে হতে পারে।
বই : মুমিনের জবানের হেফাজত
অনুবাদক: মাওলানা জমির মাসরূর
প্রকাশনী: : মুহাম্মদ পাবলিকেশন
Leave a Reply