আকিদার গুরুত্ব

আকিদা দ্বীনের মূল ভিত্তি, মানবদেহের মাথার মতো। এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। এখানে সংকট দেখা দিলে বিপর্যয় অনিবার্য। এর কারণ সুস্পষ্ট। মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে গেলে কাজকর্মও এলোমেলো হয়ে যায়। কেউ কোনোকিছুতে দৃঢ় বিশ্বাস রাখতে না পারলে সে কাজটাও করতে পারবে না এটাই স্বাভাবিক। ফলে হালাল-হারামের মাসআলা জানার আগে আকিদা জানা আবশ্যক। ইমাম আজম রহ. বলেন, “দ্বীন সম্পর্কে ‘তাফাক্কুহ’ তথা জ্ঞান অর্জন বিধিবিধানের তাফাক্কুহ অর্জনের চেয়ে শ্রেষ্ঠ। বিপুল পরিমাণ ইলম অর্জনের চেয়ে স্রেফ কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটুকু ইলম অর্জন করা ঢের উত্তম।”
-আল-ফিকহুল আবসাত, আবু হানিফা (৪০)
তাকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম ফিকহ (জ্ঞানশাস্ত্র) কোনটি ? তিনি বললেন, “ঈমান শেখা। শরিয়ত, সুন্নাত, হ্রদ-কিসাস ও উম্মাহর ইমামদের মতামত ইত্যাদি জানা। আকিদা।) সম্পর্কে জ্ঞান লাভ করাই ‘আল-ফিকহুল আকবার” তথা সর্বোত্তম জ্ঞান।
বই: ইমাম আজমের আকিদা
লেখক: মীযান হারুন
Leave a Reply