محبطآت الاعمال

محبطآت الاعمال

মানুষের ওপর আল্লাহ তাআলার অনেক বড়ো দয়া ও মেহেরবানি হলো—
কেউ একটি নেক আমল করার সংকল্প করে তা সম্পাদন করলে আল্লাহ তাআলা তার জন্য দশটি থেকে শুরু করে বহুগুণ সাওয়াব লিখে দেন।

অপরদিকে কেউ একটি পাপ কাজের ইচ্ছে পোষণ করার পর তা বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা তার জন্য লিপিবদ্ধ করেন মাত্র একটি গুনাহ। অবশেষে কিয়ামাতের দিন যার আমলনামা ভারী হবে, সে অর্জন করবে মহাসাফল্য। আর যার আমলনামা হালকা হবে, সে হবে চরম ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত।

তবে একটি বিষয় জানা অত্যন্ত জরুরি –
কিয়ামাতের দিন বান্দার বিভিন্ন গুনাহের পরিণতি হবে বিভিন্ন রকম। দুনিয়াতে করা কিছু গুনাহের কারণে কেবল একটি অপরাধ লেখা হবে, আবার কিছু গুনাহের কারণে নষ্ট হয়ে যাবে অনেক নেক আমল। কতিপয় গুনাহ এত ভয়ংকর হবে যে, বান্দার সমস্ত নেক আমলই নস্যাৎ করে দেবে। সেই গুনাহগুলোকেই বলা হয়- محبطآت الاعمال

বই: আমল ধ্বংসের কারণ
লেখক: ড. মুহাম্মাদ বিন ইবরাহীম আন নাঈম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *