যাকে হিংসা করা যেত !

সাহাবি আব্দুল্লাহ ইবনু উমার রা. থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
দুই ব্যক্তি ছাড়া অন্য কারও ব্যাপারে হিংসা করার কিছু নেই : অর্থাৎ, বস্তুত হিংসা করা জায়িজ নেই। যদি জায়িজ থাকতও, তাহলে তা এই দুই প্রকারের ব্যক্তির সাথেই করা যেত।
এক. যে ব্যক্তিকে আল্লাহ কুরআন দান করেছেন, আর সে দিনরাত জুড়ে তা তিলাওয়াত করে।
দুই. যে ব্যক্তিকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন, আর সে ব্যক্তি দিনরাত জুড়ে তা (আল্লাহর পথে) ব্যয় করে।
-সহিহ বুখারি, সহিহ মুসলিম
Leave a Reply