যেন তিনি জাহান্নাম দেখছেন।

যেন তিনি জাহান্নাম দেখছেন।

আদি ইবনু হাতিম থেকে বর্ণিত, তিনি বলেন,
‘এক মজলিসে রাসূল বললেন, “তোমরা জাহান্নাম থেকে বাঁচো।” এরপর তিনি মুখ ফিরিয়ে নিলেন। তারপর আবার বললেন, “তোমরা জাহান্নাম থেকে বাঁচো।” তারপর অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন এবং অস্বস্তি প্রকাশ করলেন।

এরকম তিনবার করলেন তিনি। তখন আমাদের মনে হলো, যেন তিনি জাহান্নাম দেখছেন।

এরপর বললেন, “অর্ধেক খেজুর সদাকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কেউ তা-ও না পারলে সে যেন উত্তম কথা বলার দ্বারা জাহান্নাম থেকে বাঁচে।

-বুখারি, ১৪১৩, ১৪১৭, ৭৫১২, মুসলিম, ১০১৬।

বই : জাহান্নামের ভয়াবহতা
লেখক: ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *