বিপদে ধৈর্যধারণকারীর বদলা

সাহাবা [রদিয়াল্লাহু আনহুম]-এর যুগের কথা।

একবার রাসুল [সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁদেরকে নিয়ে নামাজ আদায় করছেন। নামাজের ভেতর পুরো জামাত জমিনে লুটিয়ে পড়লো।

রাসুল [সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সালাম ফিরিয়ে দেখলেন, আসহাবে সুফফা মাটিতে এমনভাবে পড়ে রয়েছেন, তাঁরা কোনোভাবেই আর দাঁড়াতে পারছিলেন না।

অথচ তাঁদের মাঝে এমন শক্তিশালী সাহাবি ছিলেন, যারা পাঁচ-ছয় কেজি ওজনের তলোয়ার নিয়ে সারাদিন লড়াই করতেন । আট কেজি ওজনের বর্ম পরতেন। তাদের ব্যবহৃত তলোয়ারের ওজন ছিলো ছয় কেজি।

সেই সাহাবিরা এতো ক্ষুধার্ত ছিলেন, সব মুসল্লি নামাজের ভেতরই উপুড় হয়ে জমিনে পড়ে গেলেন। কোনোভাবেই আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসুল [সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন এই দৃশ্য দেখলেন,

তখন তাদেরকে উদ্দেশ করে বললেন,

“তোমরা যদি জানতে আল্লাহতায়ালা জান্নাতে তোমাদের জন্য কী পরিমাণ বদলা রেখেছেন, তবে তোমরা বলতে আমাদের ওপর আরও বেশি মসিবত আসা উচিত ছিলো।’

এটি আল্লাহতায়ালার প্রিয়বান্দাদের পরীক্ষা করার কুদরতি নিয়ম ।

বই :পাপীর পরিণতী ও ইমানদারের প্রতিদান
লেখক: মাওলানা তারিক জামীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *