বিপুল ফজিলতপূর্ণ দিন

জিহাদের ফযিলতের তুলনায় আর কোনো ইবাদতের ব্যাপারেই এত বেশি সংখ্যক হাদীস খুঁজে পাওয়া যায় না।
কিন্তু যিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও উত্তম। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, কেউ যদি যিলহজের প্রথম দশ দিনে ইবাদতকারীর চেয়েও শ্রেষ্ঠ হতে চায়, তাহলে তাকে তার সম্পদ আর পরিবার নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হতে হবে। তবেই শ্রেষ্ঠ হতে পারবে।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অন্য কোনো দিনের কোনো আমলই এই দিনগুলোতে (যিলহজের প্রথম দশ দিনে) করা ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ নয়।” “
সাহাবিরা জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলুল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও নয়?”
তিনি বললেন, “এমনকি জিহাদও নয়।
তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আর সেগুলোর কোনোকিছুই নিয়ে ফিরে আসে না।” অর্থাৎ, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়।
Leave a Reply