যেভাবে ছোট ছোট গুনাহ মাফ হবে!

আল্লাহ তাআলা বলেন,
ان تَجْتَنِبُوا كَبَابِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيَأْتِكُمْ وَنُدْخِلُكُمْ منْ خَلًا كَرِيمًا
‘তোমাদেরকে যে বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেবো এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ.. الحديث
‘নিষিদ্ধ ও হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবিদ।
নিশ্চয়ই আমাদের দিলের ভেতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হওয়ার আমল সম্পর্কে জানার ইচ্ছে আছে। যদি আমরা ইতিমধ্যেই তা জানি, তবে ওই আমল আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হব, ইনশাআল্লাহ ।
Leave a Reply