বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চাইবে না। যদি সে দুনিয়ার তামাম জিনিস পেয়ে যায়, তবুও না। অবশ্য শহীদের কথা আলাদা। সে চাইবে যে, তাকে দুনিয়ায় ফিরিয়ে আনা হোক এবং দশবার তাকে আল্লাহর পথে হত্যা করা হোক। এই কারণে যে, সে তার ইজ্জত ও সম্ভ্রম দেখতে পাবে। অন্য রেওয়ায়েতে এসেছে- সে এটা চাইবে এ কারণে যে, এভাবে সে শাহাদাতের ফজিলত দেখতে পাবে। (বুখারি ও মুসলিম)

শহীদের বৈশিষ্ট্য
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দরবারে শহীদের জন্য রয়েছে ৬টি বৈশিষ্ট্য-

ক. প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করে দেয়া হয় এবং শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয়;
খ. কবরের আজাব থেকে তাকে দূরে রাখা হয়;
গ. বড় ভীতি অর্থাৎ, কিয়ামাতের কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে।
ঘ. তাঁকে ঈমানের একজোড়া অলংকার পরানো হবে।
ঙ. হুরদের সঙ্গে বিবাহ দেয়া হবে।
চ. নিকট আত্মীয়দের থেকে ৭০ জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে।
সুতরাং ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে শহিদী মৃত্যু দান করুন।

আজ ৬ সেপ্টেম্বর। ফ্যাসিবাদী আগ্রাসী গণহত্যাকারী সরকারের সাথে অসম বর্বরতায় শহীদ শত ছাত্র জনতার রক্তের উপর অর্জিত স্বাধীনতার এক মাস পুর্ণ হলো। আহত হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগণ কষ্ট ও যন্ত্রণায় কাতরাচ্ছে। শহীদদের পরিবারে শোক। সন্তান হারা মাদের ক্রন্দনে এখনো বাতাসে ভারি বাংলার আকশ যমীন। কিতাবঘর পরিবারের পক্ষ থেকে অসম সাহসী শহীদদের জন্য স্যালুট। আল্লাহ জাতির বীর সন্তানদের কবুল করুক। আজ পবিত্র জুমার দিন। মসজিদে মসজিদে জেগে উঠুক মজলুমানের গলায় শহীদদের জন্য দোয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *