‘হে আল্লাহ, আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিন’ এভাবে বলা নিষেধ

وعن أبي هريرة رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: «لا يَقُولَنَّ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ: اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِم
المَسْأَلَةَ، فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ »
وفي رواية لمسلم: «وَلكِنْ لِيَعْزِمْ وَلْيُعَظمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ تَعَالَى لَا يَتَعَاظَمُهُ
شَيْءٌ أَعْطَاهُ».

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এভাবে দুআ না করে-‘হে আল্লাহ! আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিন, আপনি চাইলে আমার ওপর দয়া করুন।’ বরং সে যেন আল্লাহর ওপর ভরসা করে দৃঢ়চিত্তে দুআ করে। কেননা আল্লাহকে বাধ্যকারী কেউ নেই।

সহিহ মুসলিমের অন্য বর্ণনায় আছে, বরং সে যেন আগ্রহ ও দৃঢ়চিত্তে দুআ করে। কেননা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দান করা বড় নয়।
وعن أنس رضي الله عنه قال: قال رسولُ اللهِ صلى الله عليه وسلم: «إذا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِم المَسْأَلَةَ، وَلاَ يَقُولَنَّ اللَّهُمَّ إِنْ شِئْتَ، فَأَعْطِنِي، فَإِنَّهُ لَا
مُسْتَكْرِهَ لَهُ».

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দুআ করে, তখন যেন দৃঢ়চিত্তে দুআ করে। এভাবে যেন দুআ না করে, ‘হে আল্লাহ, আপনি চাইলে আমাকে দান করুন।’ কেননা আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই।

দোয়া করার সময় কোন শর্ত যুক্ত না করে এই বিশ্বাসে দোয়া করা। আল্লাহ করুণাময়, ক্ষমাশীল। আল্লাহ মাফ করে দিবেন ও দোয়া কবুল করে নিবেন। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস যত গাঢ হবে, আমরা আল্লাহর  তত নিকটবর্তী হতে পারবো। 

সুত্রঃ রিয়াদুস সালিহীন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *