ব্যাভিচারের ৬ টি ক্ষতি

عَن بَعْضِ الصَّحَابَةِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ، أَنَّهُ قَالَ: إِيَّاكُمْ وَالزَّنَى فَإِنَّ فِيهِ سِتَّ خِصَالٍ لالة في الدُّنْيَا وَثَلَاثَةً فِي الْآخِرَةِ. فَأَمَّا الَّتِي فِي الدُّنْيَا، فَنُقْصَانُ الرِّزْقِ يَعْنِي تَذْهَبُ مُتَرَكَةُ مِنْ رَزْقِهِ، وَيَصِيرُ تَحْرُومًا مِنَ الْخَيْرَاتِ، وَيَصِيرُ بَغِيضًا فِي قُلُوبِ النَّاسِ، وَأَمَّا الَّتِي في الْآخِرَةِ فَغَضَبُ الرَّبِّ، وَشِدَّةُ الْحِسَابِ، وَالدُّخُولُ فِي النَّارِ، وَهِيَ الَّتِي سَمَّاهَا اللَّهُ تَعَالَى
النَّارَ الْكُبْرَى.
জনৈক সাহাবী বলেন, তোমরা যিনা থেকে বেঁচে থাক। কারণ, যিনার মধ্যে মানুষের ছয়টি ক্ষতি রয়েছে। তিনটি দুনিয়াতে আর তিনটি আখেরাতে। দুনিয়ার তিনটি ক্ষতি হলো-
১. রিযিকের বরকত চলে যায়।
২. যিনাকারী যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়।
৩. যিনাকারী সমাজে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়।
আখেরাতের তিনটি ক্ষতি হলো-
১. আল্লাহর ক্রোধ।
২. আখেরাতের হিসাব কঠিন।
৩. জাহান্নামে প্রবেশ।
জাহান্নামের শাস্তি হবে বড়ই কঠিন।
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ : إِنَّ نَارَكُمْ هَذِهِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ
হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, তোমাদের ওয়াসাল্লাম দুনিয়াতে এ আগুন হলো, জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ।
সুত্র- তাম্বীহুল গাফিলীন ।
Leave a Reply