তওবা করলেই কি কবুল হবে?

প্রতিটি গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা জরুরি।
গুনাহের সম্পর্ক যদি বান্দা ও আল্লাহর মাঝে হয় আর সেখানে অন্য কে মানুষের হক সম্পৃক্ত না থাকে, তাহলে এমন তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে:

১. গুনাহ থেকে পূর্ণভাবে মুক্ত থাকতে হবে।
২. গুনাহের ওপর অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।
৩. ওই গুনাহ আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।

এই তিনটির কোনো একটি পাওয়া না গেলে তার তাওবা কবুল হবে না।

আর যদি তাওবাকৃত গুনাহের সাথে মানুষের কোনো হক সম্পৃক্ত থাকে,তাহলে সেটা কবুলের জন্য চারটি শর্ত আছে। উপর্যুক্ত তিনটির সঙ্গে আরও একটি যুক্ত হবে। তা হলো-হকদারের হক ফিরিয়ে দিতে হবে। যদি হকটি সম্পদের সাথে হয়, তাহলে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে। আর যদি কেউ কারও উপর অপবাদ দিয়ে থাকে, তাহলে তার জন্য নিজেকে অপবাদিত ব্যক্তির কাছে পেশ করতে হবে, কিংবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর গিবত করে থাকলে, তার জন্য হালাল তথা মাফ করিয়ে নিতে হবে। সমস্ত পাপ থেকে তওবা করা জরুরি। আংশিক থেকে তাওবা করলে তাওবাহ কবুল হবে না। া আলেমগ্ণ এমনটাই বলে থাকেন। তা ছাড়া কুরআন-হাদিসের অনেক দলিলের ভিত্তিতে তাওবা করার ওপর উম্মাহর ঐকমত্যও রয়েছে।

তাওবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

‘মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সমীপে তাওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ [সুরা নূর ২৪: ৩১]
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ

‘তোমরা নিজেরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর কাছে তাওবা করো।’ [সুরা হুদ ১১: ৩]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا.
‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো।’ [সুরা তাহরিম ৬৬: ৮]

عن أبي هريرة رضي الله عنه قَالَ: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: «واللهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللهَ وأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً.

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়াল্লাহি! আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি পরিমাণ আল্লাহর নিকট তাওবা ও ইস্তেগফার পাঠ করি।

عن الأغر بن يسار المزني رضي الله عنه قَالَ: قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: «يَا أَيُّهَا النَّاسُ، تُوبُوا إِلى اللهِ وَاسْتَغْفِرُوهُ، فَإِنِّي أَتُوبُ فِي اليَوْمِ مِائَةَ مَرَّةٍ
আগার ইবনু ইয়াসার আল মুযানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে মানুষ-সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং ক্ষমাপ্রার্থনা করো। কেননা আমি প্রতিদিন একশো বার তাওবা করে থাকি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *