ইসলামে মায়ের মর্যাদা

পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা। কবির ভাষায়, ‘যেখানে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত শুধা মেশা নাই।

জগৎ সংসারের শত দুঃখ-কষ্টের মাঝে যে মানুষটির একটু সান্ত্বনা আর স্নেহ-ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয়, তিনিই হলেন মা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই।
দুঃখে-কষ্টে, বিপদে-সংকটে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপনজন, মা। প্রতিটি মানুষ পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। মায়ের তুলনা অন্য কারও সঙ্গে চলে না। মায়ের সঙ্গে সন্তানের নাড়ির সম্পর্ক, যা একটু আঘাত পেলেই প্রতিটি মানুষ ‘মা’ বলে চিৎকার দিয়ে জানান দিয়ে থাকে।

ইসলামে মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ পাক কোরআনে বারবার মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

কোরআনে মায়ের মর্যাদা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আয়াত:

  • “আমি মানুষকে তার মা-বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছর। সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা-বাবার শুকরিয়া আদায় করো।” (সূরা লুকমান, আয়াত: ১৪)
  • “আর তোমার রবকে ডাকো, ‘হে আমার প্রতিপালক! আমাকে ও আমার পিতা-মাতাকে ক্ষমা করো, যখন তারা বার্ধক্যে উপনীত হবে।’” (সূরা ইসরা, আয়াত: ২৪)
  • “এবং তোমরা তাদের প্রতি কখনোই ‘উফ’ও বলবে না, তাদের ধমক দেবে না, বরং তাদের সাথে সদয়ভাবে কথা বলবে।” (সূরা বনি ইসরাঈল, আয়াত: ২৩)

হাদিসে মায়ের মর্যাদা সম্পর্কে:

  • “হজরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, ‘ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার?’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘তোমার মা।’ সে বলল, ‘তারপর কে?’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘তোমার মা।’ সে আবার বলল, ‘তারপর কে?’ রাসূলুল্লাহ (সাঃ) তৃতীয়বারও বললেন, ‘তোমার মা।’ এরপর রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘তারপর তোমার বাবা।’” (সহীহ বুখারী)
  • “হজরত আয়েশা (রাঃ) বলেন, ‘এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, ‘আমি কি আমার মাকে সদকা দিতে পারব?’ রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘তুমি কি তাকে সদকা দিতে চাও? তুমি কি জানো যে, তার সাথে সদ্ব্যবহার করা সবচেয়ে বড় সদকা?’” (তিরমিজি)

ইসলামে মায়ের মর্যাদা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

  • মা-বাবার প্রতি সদ্ব্যবহার জান্নাতের চাবিকাঠি।
  • মায়ের অধিকার বাবার চেয়ে বেশি।
  • মায়ের প্রতি অবাধ্যতা ও অসম্মান করা বড় অপরাধ।
  • মা-বাবার সেবা করা আল্লাহর ইবাদতের সমতুল্য।
  • মায়ের দুয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়।

ইসলামে মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। মাকে সম্মান করা, তার প্রতি সদ্ব্যবহার করা এবং তার সেবা করা একজন মুসলমানের কর্তব্য। আজ বিশ্ব মা দিবস। যদিও ইসলামের দৃষ্টিতে মা দিসব বলে কিছু নেই। মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিটি দিবস ই গুরুত্বপুর্ণ।

ইসলাম আমাদের মায়েদের সাথে কিভাবে আচরণ করতে বলেছে। বিস্তারিত জানতে পড়ুন মা বাবা এক টুকরো জান্নাত বইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *