কওমি মাদরাসার কোন জামাতে কোন কিতাব পড়ানো হয়?

কোন জামাতে কোন কিতাব পড়ানো হয়

বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে যে সমস্ত কিতাব পড়ানো হয় সেগুলো আমরা অনেকেই জানি না। এমনি যারা যে ক্লাসে পড়ে বছরের শুরুতে তারাও জানে না কোন কোন কিতাব পড়বে এ বছর।
আমরা এই পোষ্টে প্রতিটি জামাতের কিতাবের লিস্ট এখানে দিচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে।

এখানে একটি মাদরাসায় পড়ানো বইয়ের তালিকা দেয়া হয়েছে। বিভিন্ন মাদরাসায় মুল কিতাবগুলোর বাহিরে অন্য কিতাবও পড়িয়ে থাকে, তাই মাদরাসা ভিন্নতার কারণে কিছু কিতাব পরিবর্তন হয়।

জামাতে দাওরা
সহীহ বুখারী ১,২
মুসলিম ১,২
তিরমিজি ১,২
আবু দাউদ
নাসায়ী ও মুয়াত্তা মালিক
শরহু মা’আনিল আসার
ইবনে মাজাহ ও মুয়াত্তা মুহাম্মাদ

দাওরা (তাকমিল) এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে মিশকাত।
মিশকাত শরীফ ১,২
তাফসীরুল বায়যাবী
হেদায়া ৩,৪
শরহুল আকায়েদ ও আল ফিরাকুল বাতিলা
নুখবাতুল ফিকার
তাহরীকে দেওবন্দ
জামাতে মিশকাত এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে জালাল্লাইন।
জালাল্লাইন ১,২
হেদায়া ১,২
নুরুল আনওয়ার ২
ইসলামী অর্থনীতি
আল ফাউজুল কাবির
দেওয়ান ও মুস্নাদ

জামাতে জালাল্লাইন এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে শরহে বেকায়া
শরহুল বেকায়া ১,২
মুখতাসারুল মা’আনী
নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
মাকামাতে হারিরি
তরজমাতুল কুরআন (১-১৫ পারা)
আত ত্বরিক ইলাল ইনশা ৩য়
সিরাজী

জামাতে শরহে বেকায়া এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে শরহে জামি
শরহে জামি ফেল হরফ।
কানযুদ দাকায়েক।
উসুলুশ শাশি।
শরহে তাহযিব।
তারিখে মিল্লাহত বনু উমাইয়াইয়া।
ইনশা -১-২

জামাতে শরহে জামি এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে কাফিয়া
কাফিয়া
আত ত্বরিক ইলাল ইনশা ৩য়
মুখতাসারুল কুদুরী -১
উসুলুস সাসী
আল মেরকাত
দুরুসুল বালাগাত
আত তাদ্রিব

জামাতে কাফিয়া এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে হেদায়াতুন্নাহু
হেদায়াতুন্নাহু
নুরুল ইজাহ
ইল্মুস সীগাহ
কালয়ূবী
মানতেক ও খেলাফাত
আত তাদ্রীব
বাংলা ইংরেজি

জামাতে হেদায়াতুন্নাহু এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে নাহবেমীর
নাহবেমীর
শরহু মিয়াতে আমিল
পাঞ্জেগাঞ্জ/ ইলমুস সরফ
রওজাতুল আদব
মালা বুদ্দা মিনহু/ আল ফিক্বহুল মুয়াসসার
সীরাতে খাতামুল আম্বিয়া
গুলিস্তাঁ

জামাতে নাহবেমীর এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

জামাতে মিজান
মিযান আততামরীনুল কিতাবি
এসো আরবী শিখি
পান্দেনামা
বেহেশতী গাওহার
তারিখুল ইসলাম
ইংরেজী
কারিগরি
ক্বেরাত
ইমলা
জামাতে মিজান এর সব কিতাব এখানে: .এখানে ক্লিক করুন

জামাতে তাইসির
তা’লীমুল ইসলাম ৪র্থ/ ইসলামী তাহজিব ৫ম
উর্দু কি তেস্রী কিতাব (এমদাদিয়া)
ফারসি কী পহেলী ও তাইসিরুল মুবতাদী/ মাই ইংলিশ বুক ৫ম ও আইডিয়াল গ্রামার
আদর্শ বাংলা পাঠ ৫ম ও আদর্শ বাংলা ব্যাকরণ ৫ম
প্রাথমিক গণিত
ইতিহাস পাঠ ৫ম
ভূগোল ও সমাজ পরিচিতি
জামাতে তাইসির এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেনী
তা’লীমুল ইসলাম
বেহেশতী যেওর
বাংলা
ইংরেজি
অংক
উর্দু কায়েদা
ভূগোল ও ইতিহাস
চতুর্থ শ্রেনী এর সব কিতাব এখানে: এখানে ক্লিক করুন

এছাড়াও আপনার মাদরাসায় যে কিতাব পড়ানো হয় কমেন্টে সেগুলো জানালে আমরা লিস্ট করে দিবো, ইনশাআল্লাহ্‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *