সিরাতে রহমতে আলম

যুগচাহিদার সহজলভ্যতায় আমরা হয়ে উঠেছি জীবনের প্রতি কঠোর অবিচারী।
সময়ের পালাবদলে উপনীত হয়েছি শেষ জমানার কালো গহ্বরের কিনারে।
অতলান্তিক অন্ধকারের মহাকর্ষ বল সবাইকে টেনে ধরেছে। মানবতা আজ সংকটাপন্ন।
এর থেকে বাঁচার একটি উপায় :
উজ্জীবিত প্রাণে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, তার সুন্নতের অমিয়ধারায় আপ্লুত হয়ে জীবন পুণ্য করা। রাসুলের সুন্নত মানবতার জীবনচাবি—যার থেকে পাওয়া যায় মহিমান্বিত জীবনের দিশা।
মানুষের ভালোবাসা পৃথিবীর ফুসফুস।
রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখাদ ভালোবাসায় বিপন্ন মানবতাকে দিয়েছেন মহাসত্যের সঞ্জীবনী। খোদায়ি অভিধা রহমাতুল্লিল আলামিন-এর অনন্য অধিকারী তিনি।
“যে তোমার প্রতি উঁচিয়ে ধরে ঘৃণার খরধার তরবারি, তুমি তার দিকে বাড়িয়ে দাও ভালোবাসার স্নিগ্ধ গোলাপ”—এই ছিল তার উসওয়া, প্রোজ্জ্বল আদর্শ।
এই আদর্শ আমাদের মাঝে ধারণ করার মাধ্যমে আমরাও পেতে পারি সফলতার মহা উৎকর্ষতা।
বই: সিরাতে রহমতে আলম
লেখক: সাইয়্যেদ সুলাইমান নদভী রহ.
Leave a Reply