ইসলাম ও ঈমানের পার্থক্য

ইসলাম )الْإِسْلَامُ( ও ঈমান )اَلْإِيْمَانُ( শব্দদ্বয় যখন সাধারণভাবে নিঃশর্ত ও কোনো প্রকার সম্পৃক্ততা থেকে মুক্ত হিসেবে ব্যবহৃত হয়, তখন উভয়টি সমার্থবোধক।
আর যখন একত্রে তথা সম্পৃক্ততা অথবা শর্তযুক্তভাবে ব্যবহৃত হয়, তখন উভয়টি ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। তখন ইসলাম হবে বাহ্যিক কথা ও কাজ সমষ্টির নাম। আর ঈমান হবে অভ্যন্তরীণ আকীদা-বিশ্বাস ও কর্মসমূহের নাম। আর আবশ্যক হলো বান্দার মধ্যে উভয়টির সমাবেশ ঘটানো। অতএব, ঈমান ব্যতীত ইসলাম হয় না আর ইসলাম ছাড়াও ঈমান হয় না।
দীনের তিনটি পর্যায় বা স্তর রয়েছে: তার প্রথমটি ‘ইসলাম’, দ্বিতীয়টি ‘ঈমান’ ও তৃতীয়টি হচ্ছে ‘ইহসান’ যা অভ্যন্তরীণ বিশ্বাসসমূহ ও বাহ্যিক আমলসমূহের মধ্যে সংঘটিত হয়।
বই: ঈমানী মণিমুক্তা
লেখক: ড. মুহাম্মাদ ইউসরী
Leave a Reply