ইনসুলিন ও একজন মেয়ের ঘটনা

একজন মেয়ে বলেন, আমি ডায়বেটিসে আক্রান্ত ছিলাম। ইনসুলিন গ্রহণ করতাম। ইনসুলিনের সূচালো আঘাতে আমার অনেক কষ্ট হতো।
আমার কাছে ওষুধ গ্রহণ করা অপছন্দনীয় হয়ে উঠল। আমার জীবনের কঠিন সময়গুলোর একটি ছিল, আমার ইনসুলিন গ্রহণের সময়গুলো। এ অবস্থা চলাকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস শুনতে পেলাম:
‘একটি কাঁটাও যদি কোনো মুসলমানের দেহে বিদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহসমূহ মার্জনা করে দেন।
আমি মনে মনে বললাম, সুইয়ের প্রতিটি ক্ষুদ্র আঘাত, আর ইনসুলিন তো সুইয়ের মতোই, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। তখনই আমি ইনসুলিনের বিপদের রহস্য বুঝতে পারলাম-আল্লাহ তাআলা এর দ্বার আমাকে ক্ষমা করে দিতে চাচ্ছেন। তখন থেকে আমার ইনসুলিন গ্রহণের দৃষ্টিভঙ্গি বদলে যায়।
আমি এ ইনসুলিনের নাম দিই ‘شؤكةُ الْمَغْفِرَة )শাওকাতুল মাগফিরাহ)-ক্ষমার সুচালো আঘাত। তারপর যখনই আমি ইনসুলিন নেয়ার কারণে কষ্ট পেতাম, এটিকে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্তির কারণ মনে করতাম।
-সহীহ বুখারী, হাদীস নং ৫৬৪০,৫৬৪১; সহীহ মুসলিম, হাদীস নং ২৫৭২।
বই: নারীজীবনের সুখ সংগ্রাম
লেখক: আব্দুল্লাহ মুহাম্মাদ আবদুল মু’তী
Leave a Reply