প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দেয়া সেই মহীয়সী

প্রথমদিকে ইসলাম গ্রহণের চেয়ে নিজের মুসলমান হওয়ার কথা প্রকাশ করা ছিল খুব জটিল।
কারণ এতে ছিল কুরাইশদের পক্ষ থেকে নির্মম নির্যাতনের ভয়। ছিল শত ঝড়ঝঞ্ঝা আসার সমূহ আশঙ্কা। কিন্তু তারপরও পুরুষ সাহাবিদের পাশাপাশি অনেক নারী সাহাবিও এক্ষেত্রে দেখিয়েছেন অনন্য সাহসিকতা। তারা তাদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখেননি; কাফেরদের মুখের সামনে প্রকাশ করেছেন সাহসভরে।
সর্বপ্রথম সাতজন ব্যক্তি অসীম সাহস নিয়ে নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন ছয়জন পুরুষ, একজন নারী। পুরুষ ছয়জন হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, বেলাল, খাব্বাব, সুহাইব এবং আম্মার। সপ্তম সেই নারী সাহাবি হলেন আম্মারের গরিব মা সুমাইয়া রা.।
-তারিখে ইবনে খামিস: ২৮৭/১
বই: নারী সাহাবিদের জীবনাদর্শ
লেখক: মাওলানা আবদুস সালাম নদভী
Leave a Reply