আপনি কি চাকরি খুঁজছেন?

আপনি কি চাকরি খুঁজছেন

জী-হাঁ! অধিকাংশ লোকই চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছে। যেখানেই কোনও চাকরির খোঁজ পাওয়া যায়, দৌড়ে সবাই সেখানে পৌঁছয়। প্রার্থীদের হাজারো দরখাস্ত জমা হয়। সবারই কামনা, চাকরিটা যেন আমিই পাই।

চাকরির জন্য কত রকম কৌশল যে করা হয়! কেউ ঘুষ দেয়; কেউ বা কোনও প্রভাবশালীর সুপারিশ আনতে চেষ্টা করে।
এটা হল পার্থিব চাকরির অবস্থা।

চাকরির আরেকটি প্রকার আছে। সেটা হল আল্লাহর চাকরি। এটা হল সেই মূল্যবান চাকরি, যার জন্য আল্লাহ তাআলা বান্দাদের প্রস্তাব দেন। এখানে অসংখ্য সিট খালি পাওয়া যায়।

চাকরি পাওয়াও সহজ। তবে চাকরি সে-ই পাবে, যে আল্লাহর পছন্দের পাত্র।
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা যখন কোনও বান্দার মঙ্গল করতে ইচ্ছা করেন, তখন মৃত্যুর পূর্বে তাকে তাঁর চাকরি দান করেন।’
এক ব্যক্তি জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসুল! বান্দাদের আল্লাহ কীভাবে চাকরি দেন?’

বললেন, ‘মৃত্যুর পূর্বে আল্লাহ বান্দাদের নেক আমল করার তাওফিক দান করেন। আর এই ! অবস্থায়ই তার মৃত্যু হয়।’

[মুসনাদে আহমাদ ৩/১২০]

বই: আপনি কি জব খুঁজছেন ?
লেখক: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *