আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ

রাসুলে কারীম সা. বলেন-
‘আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে,
যে অন্যদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়।
আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলিমের জন্য আনন্দ ও স্বস্তির উপলক্ষ্য তৈরি করা, তার বিপদ দূর করে দেওয়া, তার ঋণ শোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূরীভূত করা।
কোনো ভাইয়ের প্রয়োজনে তার পাশে দাঁড়ানো আমার কাছে এই মসজিদে (মসজিদে নববিতে) এক মাস ইতিকাফ করার চেয়েও অধিক পছন্দনীয়।
যে ব্যক্তি তার ক্রোধ নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। আর যে ব্যক্তি রাগ দেখানোর ক্ষমতা থাকা সত্ত্বেও তা দমিয়ে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হৃদয়কে আশায় পূর্ণ করে দেবেন।
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে তা পূর্ণ করে দেওয়ার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তাকে সেই কঠিন দিনে অটল রাখবেন, যে-দিন সবাই থাকবে ভয়ে তটস্থ।’
-আল-মুজামুল আওসাত, হাদিস: ৬০২৬।
বই: চলো আল্লাহর জন্য বাঁচি
লেখক: শাইখ মাহমুদ আল হাসানাত
Leave a Reply