যুবকদের প্রতি উপদেশ

হে যুবসমাজ। তোমরা তোমাদের যৌবনের প্রতি যত্নবান হও। যেন মহান কাজগুলো আঞ্জাম দেয়া ছাড়া সুন্দর এ সময়গুলো তোমাদের জীবন থেকে অতিবাহিত না হয়ে যায়। নানান বাঁধা বিপত্তি যেন তোমাদেরকে চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
হে যুবসমাজ। তোমরা তোমাদের যৌবনের প্রতি যত্নবান হও। কেননা এটাই তোমার জীবনের একটি সুযোগ। আর মনে রাখবে সুযোগের সময় দ্রুতই পার হয়ে যায়। কিন্তু ফিরে আসে অনেক দেরিতে।
হে যুবক! কতই না উত্তম সেই যুবক! যে তার শক্তিকে কাজে লাগায়, সামর্থ্যকে বৃদ্ধি করে। সঞ্জীবনী চেতনা বুকে ধারণ করে যৌবন পার করে। যে যুবকের আমলে থাকে শক্তি সতেজতা এবং তার মধ্যে থাকে
সাবলীলতা ও সুদৃঢ়তা।
আমি খুবই মুগ্ধ হই ঐ যুবকের প্রতি যে অবিচল থাকে, এরপর আবার কিছুটা গুটিয়ে আসে। যার দৃষ্টান্ত হলো একটি বেঁধে রাখা পেশীর মতো যা চাইলে প্রসারিত হতে পারে। প্রলম্বিত বাহুর মতো যা আবার গুটিয়ে যেতে পারে।
এবং আমার কাছে যুবকের দৃষ্টান্ত হলো উন্নীত শিরের মতো এবং উন্মুক্ত বক্ষের মতো যা লু হাওয়া ও মৃদুমন্দ বায়ু সবকিছুকেই সানন্দে গ্রহণ করতে পারে।
বই : যুবকদের প্রতি উপদেশ
লেখক: ড. সালমান আল আওদাহ
Leave a Reply