চিন্তার শুদ্ধতা

চিন্তার শুদ্ধতা

জীবন কেন্দ্রিক অনুরূপ প্রতিকৃতির কথাগুলো ভাঁটা-দুনিয়াতে ধূলোই জমা হয়েছে।
আঁধারের পয়োধি যেন ক্রমশ বেড়েই চলছে—জীবন নামক নদীর স্রোতে।

ভ্রান্তির বহুবিধ পেরেয়ি আজকের এই দিনটিই আপনার জন্য নতুন; যেখানে অস্তিত্বের ছলনা নিয়ে খেলা হয় নিয়ম করে। আস্তানায় নিজের স্থান যেন প্লাবন, পানির ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা খাচ্ছে ছলনার প্রতি ললনার বাঁধনে।

উদাসীন্য জীবনের অনিল সুবাসে জীবনের ঘ্রাণ ললাটে আবদ্ধ হয়েছে। পুষ্পের স্নিগ্ধতা হারিয়েছেন বলেই জীবনের চরম সময় পার করছেন। জানেন, বিয়োগ-বিয়োজন আর বিচ্ছেদের সমার্থকে কেবল আমি আর আমার জীবনের মাঝে বাধ্য শব্দ খুঁজে পাই, যার নাম ‘মৃত্যু’। জীবনের চরম বাস্তবতায় ‘চিন্তার শুদ্ধতা’ হোক আপনার জীবনের পাথেয়—এই প্রার্থনা।

বই: চিন্তার শুদ্ধতা
লেখক: মুহাম্মাদ তাওসীফ আহমাদ
প্রকাশনী: : ফিলহাল প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : 112

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *