উত্তম ব্যবসা

হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার পথনির্দেশ করব, যা তোমাদের রক্ষা করবে যাতনাদায়ক আজাব থেকে? (তা এই যে.) তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ ও জান-প্রাণ দিয়ে জিহাদ করবে। এ-ই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা উপলব্ধি করো।
[ সুরা সফ, ১০-১১।
এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
কেউ যদি কোনো নেককাজের ইচ্ছা করার পর তা করতে না পারে, তার
আমলনামায় একটি নেকি লেখা হয়। আর যদি সে তা সম্পাদন করতে সক্ষম হয়, তাহলে তার আমলনামায় ১০ গুণ থেকে ৭০০ গুণ নেকি লেখা হয়।
(মুসনাদে আহমাদ, ৭১৯৬, সহিহ ইবনে হিব্বান, ৩১, মুসনাদে আবু
আওয়ানা, ১/৮৪)
Leave a Reply