পাত্র- পাত্রী দেখতে গেলে যেসব বিষয়ে খোঁজ নেয়া উচিত

পাত্র- পাত্রী দেখতে গেলে যেসব বিষয়ে খোঁজ নেয়া উচিত

পাত্রী দেখার ক্ষেত্রে ৫ টি বিষয়-
১. মেয়ের ঘুমের সময়। কখন কতটুকু ঘুমায়?
২. মেয়ের নিজের কাজকর্ম কে করে দেয়? যেমন তার কাপর-চোপড় কে ধুয়ে দেয়? বিছানা কে ঝেড়ে দেয়? খানা কে বেড়ে দেয়? ইত্যাদি।
৩. মেয়ে তার মা বাবার কী কী খেদমত করে?
৪. মেয়ের ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৫. দুলাভাই, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইদের সাথে কথাবার্তা বলে কিনা? বললে কিভাবে?
.

তখন সেখানে উপস্থিত এক বৃদ্ধ বললেন, মেয়ের জন্য ছেলে দেখতে গেলে কী দেখব?
বললাম,
.

পাত্র দেখার ক্ষেত্রে কমপক্ষে ৭ টি বিষয়ে খোঁজ নিবেন। যথা-
১. ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ে?
২. আয়ের কতটুকু বাড়িতে দেয়?
৩. সংসারের কোন কোন দায়িত্ব পালন করে?
৪. বাসায় মা বাবা কোন কোন ওষুধ সেবন করেন?
৫. বাসায় কখন ফেরে?
৬. ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৭. পরিবার ও সমাজের গায়রে মাহরাম নারীদের সাথে তার আচরণ কেমন?
.
লেখা: আহমাদ ইউসুফ শরীফ (হাফি.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *